Wellcome to National Portal

"বস্ত্র শিক্ষায় শিক্ষিত হলে, বেকারত্ব থেকে মুক্তি মেলে"---”বস্ত্রখাতের বিশ্বায়নঃ বাংলাদেশের উন্নয়ন”---"দেশীয় বস্ত্র ব্যবহার করি, সোনার বাংলা গড়ে তুলি’

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সংক্রান্ত তথ্য
  •      পরিচ্ছন্নতা, স্যানিটেশন সংক্রান্ত তথ্য
    • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
    • টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
    • বস্ত্র অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রণালয়
    • উপশহর,বগুড়া।
    • Email: [email protected]

    • বিষয়ঃ Sustainable Development Goal-4 (SDG-4) অর্জনের জন্য সাপ্তাহিক কর্ম তালিকাঃ ২০১৯ ইং

বার

নির্দেশাবলী

মনোনিত 

ব্যাক্তির 

স্বাক্ষর

নির্দেশাবলী

মনোনিত 

ব্যাক্তির 

স্বাক্ষর

নির্দেশাবলী

মনোনিত 

ব্যাক্তির 

স্বাক্ষর

শনিবার

০১। শিক্ষার্থীদের  ও শ্রেণিকক্ষের পরিচ্ছন্নতা আনায়নঃ


০২। সুপেয় পানিঃ


০২। স্যানিটেশনঃ


  • শিক্ষার্থীদেরকে পরিস্কার-পরিচ্ছন্ন স্কুল ইউনিফম, পরিচ্ছন্ন ব্যাগ  টিফিন বক্স ও পানির পাত্র ব্যবহার নিশ্চিতকরন।
  • শ্রেণিকক্ষের প্রবেশ পথে পাপোষ ব্যবহার এবং ময়লা আর্বজনা থাকলে নির্দ্দিষ্ট ঢাকনা যুক্ত ডাস্টবিন এ রাখ এবং ক্লাস ছুটির পর ডাস্টবিনের পত্রগুলো পরিস্কারকরন।
  • শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশের পূর্বেই্ শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল-বেঞ্চ-হোয়াইট বোর্ড-বৈদ্যুতিক পাখা ইত্যাদি পরিস্কারকরণ।



  • আবশ্যিভাবে প্রতিটি শ্রেণিকক্ষের সামনে সুপেয় পানির জার যুক্ত ফিল্টার এবং পানির পান করবার একাধিক গ্লাস রাখা।
  • একদিন পর পর পানি বদলে নুতন পানি জার ভরা।
  • খাবারের পানির টাংকি পরিস্কার-পরিচ্ছন্ন আছে কি না তা নিশ্চিতকরন।



  • মেয়েদের ওয়াশ ব্লকে স্যানিটারি ন্যাপকিন অপসারণের সু-ব্যবস্থা নিশ্চিতকরন । যেমন: জীবাণুমুক্ত গজ পিস রোলার, কাঁচি , লিউকোপ্লাস্ট,  এন্টিসেপটিক লোশন যেমন- মেডিকেল কটন বার, স্যাভলন, ডেটল, হাইড্রোজেন পার অক্সাইড, পভিসেভ,ড্রেস-আউট ক্রিম্প, টয়লেট টিসু, হ্যান্ড গ্লাভস, জনসন সাবান,  এডিহিসিপ টেপ, হাইজেনিক ডাস্টার ক্লথ ইত্যাদি।
  • স্যানিটারি/ল্যাটিনের বাহিরের অংশে ব্লিচিং পাউডার স্প্রে করণ।
  • শিক্ষার্থীরা সবাই যাতে টয়লেট স্যান্ডেল পরে টয়লেট ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করতে হবে।
  • ছাত্র এবং ছাত্রীদের স্যানিটারি/ল্যাটিনের এর সামনে ছোট বালটিতে পানি সংরক্ষণ থাকে সে বিয়য়টি নিশ্চিতকরণ।
  • শিক্ষার্থীদের স্যানিটারি/ল্যাটিন এবং ওয়াশ ব্লকে হাত ধোঁয়ার সাবান/ছাঁয়/হ্যান্ড ওয়াশ ব্যবহার নিশ্চিতকরন।


রবিবার

০১। ব্যবহারিক শ্রেণিকক্ষ পরিচ্ছন্নতা আনায়নঃ


০১। ব্যবহারিক শ্রেণিকক্ষ পরিচ্ছন্নতা আনায়নঃ


০৮। অভিভাবকগনের সহযোগিতা গ্রহণ


  • ষ্টোররুম পরিস্কারকরন ইঁদুর ও পোকামাকড় এর বাসা আছে কিনা তা চেক করে নিধন করন।
  • দেয়ালের উপরিভাগের মাকড়শার বাসা যদি থাকে তা নিধন করন।
  • শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশের পূর্বেই্ শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল-বেঞ্চ-হোয়াইট বোর্ড -বৈদ্যুতিক পাখা ইত্যাদি পরিস্কারকরণ।


  • মেঝে ও দেয়াল পরিস্কার আছে কিনা তা চেক করে পরিস্কার করা।
  • ক্ষতিকারক রাসায়নিক নিরাপদ স্থানে রাখা।
  • অব্যবহিত বা ব্যবহারের অনুপোযুগী কোন দ্রব্য সামগ্রী থাকলে পরিস্কার করা।
  • দেয়ালের মাকড়সা পরিস্কার করণ


  • শিক্ষা প্রতিষ্ঠান সমাবেশের মাধ্যমে  মা/অভিভাবকদের পরিস্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে নিয়মিত আলোচনা বা ফোন আলাপের মাধ্যমে এ বিষয়ে অভিভাবকদের সহযোগিতা গ্রহণ করা যেতে পারে।


সোমবার

০৪। প্রতিষ্ঠানের বহিরাঙ্গনের পরিচ্ছন্নতাঃ


০২। সুপেয় পানিঃ


০১। ব্যবহারিক শ্রেণিকক্ষ পরিচ্ছন্নতা আনায়নঃ


  • খেলার মাঠ যথাসম্ভব পরিচ্ছন্ন ও খেলাধুলার উপযোগী রাখতে হবে।
  • প্রতিষ্ঠানের বহিরাঙ্গনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের টবে পানি দেওয়া এবং পরিচয্য করা।
  • প্রতিষ্ঠানের দেয়ালে নীতিবাক্য ছাড়া অন্য কোনো দেয়াল লিখন বন্ধ করা।


  • আবশ্যিভাবে প্রতিটি শ্রেণিকক্ষের সামনে সুপেয় পানির জার যুক্ত ফিল্টার এবং পানির পান করবার একাধিক গ্লাস রাখা।
  •  একদিন পর পর পানি বদলে নুতন পানি জার ভরা।
  • পানি পান করবার পাত্র সমূহকে ভালভাবে সাবান বা ছাই সমূহকে ধৌতো করন।



  • ষ্টোররুম পরিস্কারকরন ইঁদুর ও পোকামাকড় এর বাসা আছে কিনা তা চেক করে নিধন করন।
  • দেয়ালের উপরিভাগের মাকড়শার বাসা যদি থাকে তা নিধন করন।
  • শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশের পূর্বেই্ শ্রেণিকক্ষের চেয়ার-টেবিল-বেঞ্চ-হোয়াইট বোর্ড ইত্যাদি পরিস্কারকরণ।



মঙ্গলবার

১০। মর্নিটরিং ব্যবস্থাঃ


০১। ব্যবহারিক শ্রেণিকক্ষ পরিচ্ছন্নতা আনায়নঃ


০২। স্যানিটেশনঃ


  • এ কার্যক্রমকে টেকসই করার জন্য অত্র প্রতিষ্ঠানের পরিদর্শক পরিচ্ছন্নতা সম্পর্কিত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষন এবং তা লিপিবদ্ধ করবেন।


  • মেঝে ফিনাইল পানি পরিস্কার করা।
  • অব্যবহিত বা ব্যবহারের অনুপোযুগী কোন দ্রব্য সামগ্রী থাকলে পরিস্কার করা।


  • মেয়েদের ওয়াশ ব্লকে স্যানিটারি ন্যাপকিন অপসারণের সু-ব্যবস্থা নিশ্চিতকরন । যেমন: জীবাণুমুক্ত গজ পিস রোলার, কাঁচি , লিউকোপ্লাস্ট,  এন্টিসেপটিক লোশন যেমন- মেডিকেল কটন বার, স্যাভলন, ডেটল, হাইড্রোজেন পার অক্সাইড, পভিসেভ,ড্রেস-আউট ক্রিম্প, টয়লেট টিসু, হ্যান্ড গ্লাভস, জনসন সাবান,  এডিহিসিপ টেপ, হাইজেনিক ডাস্টার ক্লথ ইত্যাদি।
  • স্যানিটারি/ল্যাটিনের বাহিরের অংশে ব্লিচিং পাউডার স্প্রে করণ।
  • শিক্ষার্থীরা সবাই যাতে টয়লেট স্যান্ডেল পরে টয়লেট ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করতে হবে।
  • ছাত্র এবং ছাত্রীদের স্যানিটারি/ল্যাটিনের এর সামনে ছোট বালটিতে পানি সংরক্ষণ থাকে সে বিয়য়টি নিশ্চিতকরণ।
  • শিক্ষার্থীদের স্যানিটারি/ল্যাটিন এবং ওয়াশ ব্লকে হাত ধোঁয়ার সাবান/ছাঁয়/হ্যান্ড ওয়াশ ব্যবহার নিশ্চিতকরন।


বুধবার

০৫। সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমঃ


০২। সুপেয় পানিঃ


০৪। প্রতিষ্ঠানের বহিরাঙ্গনের পরিচ্ছন্নতাঃ


  • সকল শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্য  এবং পরিস্কার-পরিচ্ছন্ন টিপস দিতে বা স্বাস্থ্য পরীক্ষা জন্য উপজেলা বা জেলা স্বাস্থ্য কর্ম ডাক্তার অফিসার কে শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানানো যেতে পারে।


  • আবশ্যিভাবে প্রতিটি শ্রেণিকক্ষের সামনে সুপেয় পানির জার যুক্ত ফিল্টার এবং পানির পান করবার একাধিক গ্লাস রাখা।
  • একদিন পর পর পানি বদলে নুতন পানি জার ভরা।


  • খেলার মাঠ যথাসম্ভব পরিচ্ছন্ন ও খেলাধুলার উপযোগী রাখতে হবে।
  • প্রতিষ্ঠানের বহিরাঙ্গনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের টবে পানি দেওয়া এবং পরিচয্য করা।
  • প্রতিষ্ঠানের দেয়ালে নীতিবাক্য ছাড়া অন্য কোনো দেয়াল লিখন বন্ধ করা।


বৃহবার

০৫। সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমঃ


০৬। পুরস্কার প্রদান


০২। স্যানিটেশনঃ


  • শিক্ষা কার্যক্রম ব্যাহত না করে প্রতিষ্ঠান প্রধান (সুপারিনটেনডেন্ট) শিক্ষার্থীদের ও শিক্ষকগণের সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানে  পরিস্কার-পরিচ্ছন্ন কর্মসূচী ব্যবস্থা করা।
  • এ কর্মসূচীতে স্থানীয় প্রশাসন এবং সমাজের গণ-মান্ন ব্যাক্তি, সুধী/ অভিভাবকগণকে ইন্সটিটিউটে আমন্ত্রন জানানো যেতে পারে।


  • শ্রেনীক্ষ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে যে শিক্ষক/শিক্ষার্থীদের অবদান বেশি তাদের স্বীকৃতি প্রদানের জন্য পুরস্কৃত করা।


  • শিক্ষার্থীদের স্যানিটারি/ল্যাটিন  হারপিক বা ফিনাইল দিয়ে ধৌতকরণ।
  • স্যানিটারি/ল্যাটিনের বাহিরের অংশে ব্লিচিং পাউডার স্প্রে করণ।


** প্রতি মাসে এ কার্যক্রম এর ছবি উধ্বতন কর্তৃপক্ষ সদয় অবগতির জন্য অন-লাইন মারফত প্রেরণ করাতে হইবে

প্রয়োজনীয় যন্ত্রসামগ্রীঃ

  • হারপিক
  • ফিনাইল
  • টয়লেট সেন্ডেল
  • টয়লেটের সাবান/হ্যান্ড ওয়াশ লিকুইট
  • ব্লিচিং পাউডার স্প্রে করণ যন্ত্র
  • ডাস্টার ক্লথ
  • দু’টি বালতি ( 5 লি.)
  • ঝাড়ু, ঝাঁটা
  • তিনটি পানির জার সহ ফিল্টার
  • পানি পান করবার গ্লাস
  • ঢাকনা যুক্ত প্লাষ্টিক ডাস্টবিন
  • টাইলস লাগাতে হবে ফ্লোরে
  • পাপোষ (নারিকেলর ছোবলা)
  • টয়লেটের কাছে একটি পানি সাপ্লাই কল এর ব্যবস্থা করতে হবে।
  • সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের টব