Wellcome to National Portal

"বস্ত্র শিক্ষায় শিক্ষিত হলে, বেকারত্ব থেকে মুক্তি মেলে"---”বস্ত্রখাতের বিশ্বায়নঃ বাংলাদেশের উন্নয়ন”---"দেশীয় বস্ত্র ব্যবহার করি, সোনার বাংলা গড়ে তুলি’

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

২০২৪-২৫ অর্থবছরের ১ম ত্রৈমাসিকের হালনাগাদকৃত সিটিজেন চার্টার
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
  • টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট
  • বস্ত্র অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রণালয়
  • উপশহর,বগুড়া।
  • Email: [email protected]
  • web: tvi.bogura.gov.bd

সিটিজেন চার্টার

ভিশনঃ বস্ত্র ( Textile) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং জীবন যাত্রার মান উন্নয়ন।

মিশনঃ মানসম্পন্ন বস্ত্র (Textile) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের হার বৃদ্ধি করা ও বেসরকারি বস্ত্রশিল্পকে সহায়তা করা।

১। নাগরিক সেবাঃ

ক্রঃনং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

সেবার মূল্য এবংপরিশোধ 

পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, ফোন ও ই-মেইল নম্বর

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদান (এসএসসি ভোকঃ টেক্সটাইল কোর্স)

তাত্তিক ও ব্যবহারিক বিষয়ে হাতে
কলমে শিক্ষাদান

জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি পাশের প্রমান পত্র

১) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

২) বস্ত্র অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ফি।

প্রতি বছর ডিসেম্বর হতে জানুয়ারি মাস ভর্তি কার্যক্রম

সুপারিনটেনডেন্ট

ফোন- ০২৫৮৯৯০২৯৮৩

মোবা- ০১৩০৯-১৩২৮১৩

e-mail: [email protected]

e-mail: [email protected]

শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

১) প্রতি ০৬ মাস পরপর বৃত্তিপ্রদান।

২) ক্লাসে উপস্থিতির উপর।

৩) পরীক্ষার ফলাফলের উপর।

১) পাসপোর্ট সাইজের ( সদ্য তোলা ) ছবি ০২ কপি।

২) অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি।

৩) বাবা ও মায়ের (NID) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

৪) অষ্টম শ্রেণী পরীক্ষার মার্কশিট বা এডমিট কার্ডের

ফটোকপি।

৫) মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা যার নামে তার (NID) জাতীয়

পরিচয় পত্রের ফটোকপি।

৬) সংযুক্ত সকল ফটোকপি গুলো

বিনামূল্য

বছরে ০২ বার (প্রতি ০৬ মাস পরপর বৃত্তিপ্রদান।)

সুপারিনটেনডেন্ট

ফোন- ০২৫৮৯৯০২৯৮৩

মোবা- ০১৩০৯-১৩২৮১৩

e-mail: [email protected]

e-mail: [email protected]


২। প্রাতিষ্ঠানিক সেবাঃ

ক্রঃনং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, ফোন ও ই-মেইল নম্বর

কারিগরি প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক সংক্রান্ত বিভিন্ন তথ্য

পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বস্ত্র অধিপ্তর বিভাগীয় কার্যালয়, রাজশাহী এবং

প্রধান কার্যালয় ঢাকা প্রেরণ করা হয়।

ডাক ও ই-মেইল এর মাধ্যমে

প্রাসঙ্গিক

দলিলাদি

-----

বিধি মোতাবেক

সুপারিনটেনডেন্ট

ফোন- ০২৫৮৯৯০২৯৮৩

মোবা- ০১৩০৯-১৩২৮১৩

e-mail: [email protected]

e-mail: [email protected]


৩। অভ্যন্তরীন সেবাঃ

ক্রঃনং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

সেবার মূল্য

এবং

পরিশোধ 

পদ্ধতি

সেবা প্রদানের
সময়সীমা

ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, ফোন ও ই-মেইল নম্বর

অর্জিত ছুটিঃ

ক) গ্রেড-০৯ হতে ১২তম এবং

খ) গ্রেড-১৩ হতে ২০তম গ্রেডের সকল কর্মচারি।

আবেদন পাওয়ার পর নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ অনুয্য়ী উপযুক্ত কর্তৃপক্ষের (আর্থিক ও প্রশাসনিক ক্ষমতানুযায়ী) নিস্পত্তি করে আদেশ জারী করা হয়।

(ক) সাদা কাগজে আবেদনপত্র

(খ) হিসাব রক্ষণ শাখা হতে ছুটি প্রাপ্যতার
সনদপত্র।

বিনামূল্য

বিধি মোতাবেক

গ্রেড-০৬ হতে ১২তম পরিচালক,প্রধান কার্যালয় ঢাকা

গ্রেড-১৩ হতে ২০তম

উপপরিচালক,

বিভাগীয় কার্যালয়, রাজশাহী

সুপারিনটেনডেন্ট

ফোন- ০২৫৮৯৯০২৯৮৩

মোবা- ০১৩০৯-১৩২৮১৩

e-mail: [email protected]

e-mail: [email protected]

শ্রান্তি ও চিত্ত বিনোদন ছুটিঃ

ক) গ্রেড-০৯ হতে ১২তম এবং

খ) গ্রেড-১৩ হতে ২০তম গ্রেডের সকল কর্মচারি।

আবেদন পাওয়ার পর চিত্ত বিনোদন ছুটি বিধিমালা ১৯৭৯ অনুয্য়ী উপযুক্ত কর্তৃপক্ষের (আর্থিক ও প্রশাসনিক ক্ষমতানুযায়ী) নিস্পত্তি করে আদেশ জারী করা হয়।

(ক) সাদা কাগজে আবেদনপত্র

(খ) নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নং-২৩৯৫) আবেদন করা যাবে।

বিনামূল্য

বিধি মোতাবেক

গ্রেড-০৬ হতে ১২তম পরিচালক,প্রধান কার্যালয় ঢাকা

গ্রেড-১৩ হতে ২০তম

উপপরিচালক,

বিভাগীয় কার্যালয়, রাজশাহী

সাধারণ ভবিষ্যত তহবিল হতে অগ্রিম মুঞ্জরি

আবেদন পাওয়ার পর সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা,১৯৭৯ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের (আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী)

নিস্পত্তি করে সরকারী আদেশ জারি করা হয়।

(ক) সাদা কাগজে আবেদনপত্র

(খ) নির্ধারিত ফরমে (বাংলাদেশ ফরম নং-২৩৯৫) আবেদন করা যাবে।

সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় হতে
ইস্যুকৃত হিসাবের বিবরণী

বিনামূল্য

বিধি মোতাবেক

গ্রেড-০৬ হতে ১২তম পরিচালক,প্রধান কার্যালয় ঢাকা

গ্রেড-১৩ হতে ২০তম

উপপরিচালক,

বিভাগীয় কার্যালয়, রাজশাহী

কর্মকর্তা/কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ এর সুপারিশ

প্রচলিত বিধিবিধান অনুসরণ প্রর্বক গৃহনির্মাণ ঋণ মঞ্জুরীর সুপারিশ বস্ত্র অধিদপ্তরে প্রেরণ করা
হবে।

১। সাদা কাগজে আবেদন

২। যে জমিতে গৃহ নিমার্ণ/মেরামত করা হবে সে জমির দলিল/ বায়না পত্র

৩। ২০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে

অঙ্গীকারনামা

৪। যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ

বিনামূল্য

বিধি মোতাবেক

কর্মচারীদের মোটরযান ক্রয় অগ্রিম এর সুপারিশ

প্রচলিত বিদিবিধান অনুসরণ প্রর্বক মোটরযান

ক্রয় অগ্রিম মঞ্জুরীর জন্য আবেদন বস্ত্র

অধিদপ্তরে প্রেরণ করা হবে

১। সাদা কাগজে আবেদন

২। ২০০টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে

অঙ্গীকারনামা

৩। মোটরসাইকেল বিক্রয়কারীর

অঙ্গিকারনামা

বিনামূল্য

বিধি মোতাবেক

কর্মচারীদের কম্পিউটার ক্রয় অগ্রিম এর সুপারিশ

প্রচলিত বিধিবিধান অনুসরণ প্রর্বক কম্পিউটার ক্রয় অগ্রিম মঞ্জুরীর সুপারিশ বস্ত্র অধিদপ্তরে প্রেরণ করা হয়।

১। সাদা কাগজে আবেদন

২। ২০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে
অঙ্গীকারনামা

বিনামূল্য

বিধি মোতাবেক


৪. অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRs):

সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তিনি সমাধান দিতে ব্যর্থ হলে নিমোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।

ক্রঃ নং

কখন যোগাযোগ করবেন

যোগাযোগের ঠিকানা

নিষ্পত্তির সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে

উপ-পরিচালক, বিভাগীয় বস্ত্র অধিদপ্তর, রাজশাহী



৫. আপনার কাছে আমাদের প্রত্যাশা:

ক্রমিক নং

প্রতিশ্রুতি / কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করনীয়

০১

নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরনকৃত আবেদন জমা প্রদান

০২

সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা

০৩

সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা

০৪

পরিদর্শনকারী কে যথাযথভাবে সহায়তা প্রদান


(মোঃ নূরে আলম সিদ্দীক)

সুপারিনটেনডেন্ট

টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট

উপশহর,বগুড়া।