Wellcome to National Portal

"বস্ত্র শিক্ষায় শিক্ষিত হলে, বেকারত্ব থেকে মুক্তি মেলে"---”বস্ত্রখাতের বিশ্বায়নঃ বাংলাদেশের উন্নয়ন”---"দেশীয় বস্ত্র ব্যবহার করি, সোনার বাংলা গড়ে তুলি’

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের বৈশিষ্টসমূহ

আপনার সন্তান কে টেক্সটাইল ইঞ্জিঃ হিসাবে দেখতে চান কীতাহলে আজই চলে আসুন!!

সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট বগুড়াতে

এখন আপনার শহর বগুড়ায় সম্পূর্ণ সরকারি ভাবে বিনা বেতনে টেক্সটাইল টেকনোলজিতে-

 

০১. মানসম্মত হ্যান্ডনোট, প্যাকটিস শীট এর মাধ্যমে সৃজনশীল ও চিত্রভিত্তিক বিমূর্ত পাঠকে সহজীকরণ।

০২. Curriculum, Co-curriculum ও Extra- curriculum এর ভিতিতে বাস্তবভিত্তিক পাঠদান

০৩. সাপ্তাহিক, সাময়িক/অর্ধবার্ষিক/বার্ষিক মডেল টেস্ট পরীক্ষা গ্রহণ, প্রোগ্রেস রিপোর্ট (ফলাফল) ও পুরষ্কার প্রদান ।

০৪. সিলেবাস অনুসারে ক্লাসেই পড়া সম্পন্নকরণ ও দূর্বল শিক্ষার্থীদের জন্য Extra-care.

০৫. জাতীয় ও বিভিন্ন দিবস উদযাপন, উৎসব-বিনোদন, সৃজনশীলতা বৃদ্ধিতে সভা/সেমিনার আয়োজন, বার্ষিক বনভোজন ও খেলাধূলার ব্যবস্থা।

০৬. নিরাপত্তা ও সার্বক্ষণিক তদারকির জন্য সিসি ক্যামেরা স্থাপন ও জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।

০৭. সাউন্ড সিস্টেম, ইন্টারনেট ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে বিশেষ পাঠ উপস্থাপন 

০৮. ইংরেজি ও গণিত ভীতি দূরীকরণে বিশেষ ক্লাস/সেমিনার আয়োজন এবং কম্পিউটার ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বারোপ ।

০৯. অভিভাবকদের বসার ব্যবস্থা, সার্বিক বিষয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় ও মুক্ত আলোচনার ব্যবস্থা।

১০. সুবিন্যাস্ত আধুনিক গার্মেন্টস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ল্যাব।

১১. পর্যাপ্ত মিল ভিজিট ও প্রশিক্ষণের সুযোগ ।

১২. স্বল্প সময়ে বেশি কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ ।

১৩. সহজে সম্মান জনক চাকরির মাধ্যমে আর্থিক স্বচ্ছলতার সুযোগ ।

১৪. বেকারত্ব থেকে নিজেকে মুক্ত করে সমাজে সম্মানিত হওয়ার সুযোগ ।

১৫. এসএসসি ভোকেশনাল গ্রাজুয়েট কোর্স শেষে ৬ সপ্তাহ ভাতাসহ ইন্টার্নি প্রদান ।

১৬. মাসিক উপবৃত্তি ও ইন্টার্নি ভাতা প্রদান করা হয়।

১৭. সরকারি টেক্সটাইল ডিপ্লোমাসহ বিভিন্ন ইনস্টিটিউট ও কলেজে ভর্তির জন্য ৩০% কোটা সংরক্ষিত 

টেকনোলজি সমূহ : # ড্রেস মেকিং # ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং # উইভিং # নিটিং