Wellcome to National Portal

"বস্ত্র শিক্ষায় শিক্ষিত হলে, বেকারত্ব থেকে মুক্তি মেলে"---”বস্ত্রখাতের বিশ্বায়নঃ বাংলাদেশের উন্নয়ন”---"দেশীয় বস্ত্র ব্যবহার করি, সোনার বাংলা গড়ে তুলি’

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

অভিভাবকদের উদ্দেশ্যে দু'টি কথা

আসসালামু আলাইকুম,

শিক্ষা সভ্যতার বহিঃপ্রকাশ। কোমলমতি শিক্ষার্থীদের অপার বিস্ময়বোধ, অসীম কৌতুহল, অফুরন্ত আনন্দ ও উদ্যমের মতো মানবিক বৃত্তির সুষ্ঠ বিকাশ সাধনে শিক্ষাই একমাত্র হাতিয়ার বস্ত্র সম্পর্কিত কারিগরি শিক্ষা  বিগত ৩০ বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীদের বয়স, মেধা ও গ্রহণযোগ্যতা বিবেচনা করে বৈচিত্রময় পাঠদানের মাধ্যমে মেধাবিকাশের পথকে সুগম করে আসছে। শিক্ষার্থীদের শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা অর্জনের পাশাপাশি Curriculum, Co-curriculum Extra-curriculum সমন্বয়ে আমাদের পাঠদান পদ্ধতি অভিভাবকমহলেও প্রশংসিত। শিক্ষার্থীর সৃজনশীলতা বাড়াতে আমাদের পাঠদান কৌশল, মানসম্মত হ্যান্ডনোট, রুটিন, সিডিউল অনুসরণ আপনার সন্তানের শ্রেষ্ঠ ফলাফলের উপযোগী। সুতরাং প্রতিযোগীতার এই যুগে আপনার সন্তানকে শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, আদর্শ ও নৈতিকতার মাধ্যমে পরিপূর্ণ করবেন এই আমাদের প্রত্যাশা। আপনার মঙ্গল কামনায় এবং আপনার সন্তানের নিশ্চিত সাফল্যের পথ প্রদর্শনে-

সুপারিনটেনডেন্ট

সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, বগুড়া।